ঢাকা: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সঙ্গতি রেখে পবিত্র রমজান মাসে দেশের সকল বীমা অফিসের জন্য নতুন সময়-সূচি নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী বীমা অফিসগুলো চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বিরতি থাকবে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত।
[219270]
রোববার (১০ মার্চ) কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) সুবীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সরকারি বেসরকারি সব লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে এ তথ্য জানিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
চিঠিতে বলা হয়েছে, এ আদেশ ১ রমজান ১৪৪৫ হিজরি হতে কার্যকর হবে এবং পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিস সময়-সূচির পূর্বাবস্থা বলবৎ হবে। পবিত্র রমজান মাসে বর্ণিত অফিস সময়-সূচি যথাযথভাবে পরিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এআর