ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দশটি শর্তের নয়টি পূরণ করতে পেরেছে বাংলাদেশ। ঋণের শর্তের বিস্তারিত পর্যবেক্ষণ করতে আগামী সপ্তাহে দ্বিতীয়বারের মতো আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। ফলে ঋণের পরবর্তী কিস্তি পেতে আর কোন অসুবিধা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
[221414]
সোমবার (১৫ এপ্রিল) বিশ্বব্যাংক আইএমএফ এর প্রধান কার্যালয়ে দিনভর বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের স্প্রিং মিটিং ২০২৪ এর উচ্চপর্যয়ের প্রতিনিধি দল এখন ওয়াশিংটনে অবস্থান করছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
[221379]
গভর্নর আরো বলেছেন, মরিশাসের সাথে অফশোর ব্যাংকিং চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এর মাধ্যমে বাংলাদেশের ব্যাংকের সাথে মরিশাসের ব্যাংকের লেনদেন সহজ হবে। মরিশাসের গভর্নরের সাথে এ বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
[221283]
এর ফলে মরিশাসে অবস্থানরত ৪০ হাজার বাংলাদেশী খুব সহজেই বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেন। এখন দেশটিতে অবস্থানরত বাংলাদেশীরা সরাসরি রেমিটেন্স পাঠাতে পারেন না।
আইএ