করমুক্ত আয়সীমা অপরিবর্তিত, সর্বোচ্চ কর হার ৩০ শতাংশ

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০২৪, ০৩:৩১ পিএম

ঢাকা: ২০২৪-২৪ অর্থবছরের ঘোষিত বাজেটে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। স্বাভাবিক ব্যক্তি করদাতাকে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয়ের জন্য কোনো কর দিতে হবে না। আয় এই সীমা ছাড়ালে বিভিন্ন স্তর অনুসারে প্রযোজ্য কর দিতে হবে। এর মধ্যে সর্বনিম্ন কর হার ৫ শতাংশ, আর সর্বোচ্চ কর হার ৩০ শতাংশ।

[224978]

বৃহস্পতিবার (০৬ জুন) বিকেল ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের জন্য এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

[224991]

তবে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা হলেও সর্বোচ্চ কর হার বাড়িয়ে ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া কয়েক করধাপ পুনর্বন্যিাস করার প্রস্তাব দেওয়া হয়েছে।