রিজেন্ট টেক্সটাইলের শেয়ার কারসাজি: কাদেরকে ১ লাখ টাকা জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ১২:২৯ পিএম

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইলের শেয়ার নিয়ে কারসাজির দায়ে মো. আব্দুল কাদেরকে ১ লাখ টাকা জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি বিএসইসির এ সংক্রান্ত একটি চিঠিতে এ তথ্য পাওয়া গেছে।

বিএসইসির তদন্ত দল ২০১৭ সালের ২ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সময়ের লেনদেন তদন্ত করে। তাতে এতে আব্দুল কাদের ও তার সহযোগীরা সিরিজ লেনদেনের মাধ্যমে কারসাজি করে বলে তদন্তে উঠে আসে।

[227108]

এর মাধ্যমে আব্দুল কাদের ও তার সহযোগিরা রিজেন্ট টেক্সটাইলের শেয়ার লেনদেনের ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ১৭(ই)(৫) ও (২) লঙ্ঘন করেছে।

এ বিষয়ে শুনানিতে তলব করলে, আব্দুল কাদের ২০২৩ সালের ১৯ মার্চ উপস্থিত হতে পারবেন না বলে জানান এবং সময় চেয়ে আবেদন করেন। কিন্তু তার সময় বাড়ানো হলেও তিনি উপস্থিত হননি।

আব্দুল কাদেরের এমন কর্মকাণ্ডে তিনি স্বেচ্ছায় কমিশনের আইনের প্রতি ঔদ্ধত্য দেখিয়েছেন বলে বিএসইসি মনে করে। একইসঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য বলেই ধরেই নেয়। যার আলোকে কমিশন তাকে ১ লাখ টাকা জরিমানা করেছে।

এমটিআই