সোনালী লাইফের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ০১:২১ পিএম

ঢাকা: সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বরখাস্তকৃত শীর্ষ পাঁচ কর্মকর্তার চাকরি ফিরিয়ে দেওয়া, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সোনালী লাইফের প্রশাসকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে তারা আন্দোলন শুরু করে। এতে স্থবির হয়ে পড়েছে কোম্পানির স্বাভাবিক কার্যক্রম।

আন্দোলনকারীরা বলছেন, সোনালী লাইফের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আমাদের কর্মকর্তাদের বরখাস্ত আদেশ ও প্রশাসকের পদত্যাগ ও সাবেক পরিচালনা পর্ষদকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে আমাদের আজকের আন্দোল। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

[227246]

এর আগে গতকাল রোববার কোম্পানির শীর্ষ পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করেন প্রশাসক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এস এম ফেরদৌস। তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ, সনদ জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।

এমএস