শেয়ারবাজারে সূচক ১০৮ পয়েন্ট পতনে লেনদেন শেষ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৪:২৩ পিএম

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের অব্যহত পতনের মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২১ আগষ্ট) লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেয়া ৩৭১ টি শেয়ার বা ইউনিটের দর কমেছে।

বুধবার (২১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০৮ দশমিক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬০৬ পয়েন্টে।

[230222]

অন্য সুচকগুলোর মধ্যে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২৮ দশমিক ২৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ২০১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪৫ দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৭ পয়েন্টে।

আলোচ্য দিনে ডিএসইতে মোট ৫৩৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।  গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫১৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৩ দশমিক ৫১ শতাংশ বেড়েছে।

আজ লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১১ টির, কমেছে ৩৭১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ১২ টি কোম্পানির বাজারদর।

এএইচ/আইএ