এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৫:২১ পিএম

ঢাকা: এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সমন্বিত গ্রাহক অ্যাকাউন্টে ঘাটতি পাওয়ায় এ জরিমানা করা হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইর একটি প্রতিনিধি দল গত বছরের ৫ জুলাই এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ পরিদর্শন করে। এসময় আলোচ্য এ সিকিউরিটিজ হাউসের গ্রাহক একাউন্টে ৬২ কোটি ৭৬ লাখ টাকার ঘাটতি বেরিয়ে আসে।

বিএসইসির তদন্তের জবাবে, ফার্মের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুনানির সময় ঘটনার জন্য ক্ষমা চেয়েছিল। হিসাবের ঘাটতি ধীরে ধীরে সমাধান করা হয়েছে, যার ফলে উদ্বৃত্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি সিকিউরিটিজ হাউস কমিশনকে প্রতিশ্রুতি দিয়েছে, তারা ভবিষ্যতে সিকিউরিটিজ আইনগুলো সম্পূর্ণরূপে মেনে চলবে।

এএইচ/আইএ