ঢাকা: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার পরিদর্শন করেছে এফবিসিসিআই।
রোববার (১৩ অক্টোবর) এফবিসিসিআই'র প্রশাসক মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে বাজার পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে এফবিসিসিআই’র বাজার মনিটরিং টিম।
বাজার পরিদর্শন শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশ নেন এফবিসিসিআই’র প্রশাসক মোঃ হাফিজুর রহমান। এ সময়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে খুচরা ও পাইকারী ব্যবসায়ীসহ আড়তদারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
[234357]
সভায় সভাপতিত্ব করেন কারওয়ান বাজার আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ ওমর ফারুক। বাজার মনিটরিংয়ে এফবিসিসিআই’র নিয়মিত কর্মসূচিতে ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কারওয়ান বাজার আড়ত ব্যবসায়িক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরীর সুজন, কাওরান বাজার কিচেন মার্কেট সমিতির মহাসচিব আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি এবং এফবিসিসিআই -এর সাধারণ পরিষদের সদস্য মো. ইমরান মাস্টার, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির মহাসচিব এবং এফবিসিসিআই- এর সাধারণ পরিষদের সদস্য মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
[234354]
উল্লেখ্য, এফবিসিসিআই'র বাজার মনিটরিংয়ে দেখা যায়, রোববার (১৩ অক্টোবর) কারওয়ান বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে। খাসির মাংসের কেজি এক হাজার টাকা। ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা এবং সোনালী মুরগির কেজি ২৮০ থেকে ৩০০ টাকা। ডিমের হালি ১৬৫ টাকা। এছাড়া, প্রতিকেজি আলুর দাম ৫৫ টাকা। প্রতিকেজি বেগুন ৮০ টাকা, প্রতিকেজি কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকা, প্রতিকেজি দেশি পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ সময় প্রতিটি দোকানে মূল্যতালিকা দৃশ্যমান ছিলো।
এসএস