বেক্সিমকো সংশ্লিষ্ট ১১৭ বিও হিসাবের তথ্য জানতে চেয়েছে বিএসইসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৬:২৬ পিএম

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকোর সঙ্গে যুক্ত ১১৭ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের পোর্টফোলিও স্টেটমেন্টসহ বিস্তারিত তথ্য জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র মতে, বিএসইসি স্টক এক্সচেঞ্জের কাছে তথ্য জানতে চেয়ে বলেছে- বাংলাদেশ ফাইন্যানসিয়াল ইনটেলিজেনস ইউনিট (বিএফআইইউ) এসব তথ্য চেয়েছে।

[237698]

জানা যায়, গত ১৪ নভেম্বর চিঠি পাওয়ার পর মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ হাউসগুলোকে বিও হিসাবের কেওয়াইসি (নো ইউর কাস্টমার) ফরম ও স্টেটমেন্ট আগামী তিন দিনের মধ্যে জমা দিতে বলেছে। এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএফআইইউর নির্দেশনা অনুযায়ী এসব হিসাব জব্দের নির্দেশও দিয়েছে।

বিও অ্যাকাউন্টে বিনিয়োগকারীদের শেয়ার ও টাকা থাকে। এর মাধ্যমে তারা শেয়ার কেনাবেচা করতে পারেন। পোর্টফোলিও স্টেটমেন্ট গ্রাহকের আগ্রহ ও তাদের বিনিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য দেয়।

বিএসইসি সূত্র জানায়, বিএফআইইউ যে ১১৭ বিও হিসাবের তথ্য চেয়েছে তার সবগুলোতেই বেক্সিমকোর সংশ্লিষ্টরা জড়িত। শেয়ারের দাম কারসাজিতে বেক্সিমকোর জড়িত থাকার অভিযোগে এসব বিও অ্যাকাউন্টের কয়েকজন মালিককে নিয়ন্ত্রক সংস্থা জরিমানা করেছে।

এদিকে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বেক্সিমকো টাকার অভাবে ভুগছে। কর্মীদের বকেয়া বেতন দিতে পারছে না।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছে। ওই কারখানার শ্রমিকেরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। এই দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছেন।

[237689]

এদিকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের গত অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য প্রতিষ্ঠানটিকে ঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও অর্থ বিভাগ থেকে বেক্সিমকোকে এ ঋণ প্রদান করা হবে।

এএইচ/এসএস