দিনাজপুর: দুইদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে হিলি বন্দরে পণ্যবাহী ভারতীয় ট্রাক প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি-রপ্তানি বানিজ্য।
[238244]
হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান বলেন, ভারতে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ায় পশ্চিম সরকার আলু এবং পেঁয়াজের স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় দুইদিন আমদানি বন্ধ ছিল। দুইদিন থেকে পশ্চিশ সরকারের সাথে ভারতের ব্যবসায়ীরা দফায় দফায় বৈঠকে স্লট বুকিং চালু হয়েছে। আজকে থেকে আমদানি শুরু হয়েছে। তবে ভারতের সরকার ৩০০ স্লট বুকিং আলু রপ্তানি করবে। সেই সুবাধে শনিবার পর্যন্ত আলু আমদানি হবে। তবে রোববার থেকে আলু আমদানি বন্ধ থাকবে। এছাড়া অন্যান্য পণ্য আমদানি স্বাভাবিক থাকবে।
এসএস