ঢাকা: রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্ট এর নির্ধারিত নিয়মিত প্রজেক্ট ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল, মিরপুর, ঢাকার এর দৃষ্টিজয়ীতাদের শিক্ষা সহায়তার জন্য চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সামাজিক দায়বদ্ধতা থেকে চেক হস্তান্তর প্রোগ্রাম এ উপস্থিত ছিলেন ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল এর অধ্যক্ষ গ্লোরিয়া চন্দ্রনি বাড়ৈ,সহকারী অধ্যক্ষ লিয়া অনতরা বাড়ৈ, রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম, পিপি রোটারিয়ান আকতার জাহান, পিপি রোটারিয়ান কাজল কান্তি চৌধুরী, সহ সভাপতি রোটারিয়ান মিতা চৌধুরী, সদস্য রোটারিয়ান মো আনিসুর রহমান, রোটারি আরসিসি কাশিনাথপুর এর সদস্য মোঃ শাহিনুর রহমান শাহিন।
উল্লেখ্য রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্ট গত ২০০৪ সাল হতে ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল, মিরপুর, ঢাকা এর ২০ জন দৃষ্টি জয়ীতাদের বাৎসরিক শিক্ষা সহায়তার জন্য অর্থ প্রদান করছে।
বর্তমানে ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস), ছাড়াও বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ, কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এবং পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে।
এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
এসএস