লভ্যাংশ বিতরণ না করায় ‘জেড’ ক্যাটাগরিতে কনফিডেন্স সিমেন্ট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৬:৩৩ পিএম

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির ক্যাটাগরির অবনতি হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

[238796]

সূত্র মতে, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করে নির্দিষ্ট সময়ের মধ্যে তা বিতরণ করেনি। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

এএইচ/আইএ