হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৮:৩৪ পিএম

দিনাজপুর: ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার আলু রফতানিতে স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে। তবে বন্দর দিয়ে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, দেশের বাজারে ভারতীয় আলু চাহিদা থাকায় ভারত থেকে আলু আমদারি করেন আমদানিকারকরা। পশ্চিমবঙ্গ সরকার আলু রপ্তানির উপরে স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে।
 
হিলি সবজি বিক্রেতা আইজুল ইসলাম বলেন, হিলি স্থল বন্দর দিয়ে বর্তমান আলু আমদানি বন্ধ রয়েছে। তবে বাজারে আলু বর্তমান আগের দামেই বিক্রি হচ্ছে। আজকে নতুন আলুটি বিক্রি করলাম কেজিতে ১০০ টাকা আর পুরাতন আলুটি বিক্রি করলাম ৭০ টাকা কেজি দরে।

এসএস