ঢাকা: আয়-ব্যয়ের হিসাবে মিথ্যা তথ্য দিয়ে আর্থিক প্রতিবেদন তৈরি করেছে বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেড।
সাধারণত শেয়ারবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার কারসাজির জন্য আয়-ব্যয়ের হিসাবে এমন মিথ্যা তথ্য দেওয়া হয়ে থাকে। যাতে বিনিয়োগকারীরা ওই কোম্পানির শেয়ারে আগ্রহী হয়।
সেই পথেই হেটেছে এই কোম্পানিটি।কোম্পানিটির রপ্তানি বিল হিসাবে গরমিল তথ্য পেয়েছে নিরীক্ষক। যে কোম্পানিটির নিয়মিত লোকসানে ভবিষ্যতে ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।
[240036]
নিরীক্ষক জানিয়েছে, কোম্পানিটির ২০২৪ সালের ৩০ জুন রপ্তানি বিলবাবদ পাওনা দেখানো হয়েছে ৪৭ কোটি ৯৫ লাখ টাকা। কিন্তু এ সংশ্লিষ্ট প্রমাণাদি যাচাইয়ে রপ্তানিবাবদ ৪৭ কোটি ৯৫ লাখ টাকা পাওয়া যাবে, এমন তথ্য পায়নি নিরীক্ষক।
এদিকে স্টাইলক্রাফটের নিয়মিত লোকসানের কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখা ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে নিরীক্ষক।
উল্লেখ্য, ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ১৩ কোটি ৮৯ লাখ টাকা পরিশোধিত মূলধনের স্টাইলক্রাফটের শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) মালিকানা ৬৭.৯৭ শতাংশ।
এআর