ঢাকা : ২০২৪ অর্থবছরে শেয়ারবাজারে সবকিছুতেই পতন হয়েছে। এই অর্থবছরে মূল্যসূচক, বাজার মূলধন ও মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) অনেকাংশেই কমেছে। বিনিয়োগকারীরা কোন আস্থা পাচ্ছে না। যার ফলে শেয়ারবাজার রয়েছে পতনে। প্রধান শেয়ারবাজার হারিয়েছে ১০৩০.০৬ পয়েন্ট বা ১৬.৪৯ শতাংশ।
২০২৪ সালে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১০৩০.০৬ পয়েন্ট বা ১৬.৪৯ শতাংশ। এ সূচকটি বছরের শুরুতে ছিল ৬২৪৬.৫০ পয়েন্ট। যা অর্থবছর শেষে কমে দাঁড়িয়েছে ৫২১৬.৪৪ পয়েন্টে। এছাড়া ডিএসই ৩০ সূচক ৭.৩৬ শতাংশ কমে ১৯৪০ পয়েন্টে নেমে এসেছে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৪.৩১ শতাংশ কমে নেমে এসেছে ১১৬৯ পয়েন্টে।
[240784]
বাজার মূলধনেও ২০২৪ সালে বড় পতন হয়েছে। এই অর্থবছরের শুরুর তুলনায় শেষে বাজার মূলধন কমেছে ১ লাখ ১৮ হাজার ২৩০ কোটি টাকার বা ১৫.১৪ শতাংশ। এই বছরের শুরুর ৭ লাখ ৮০ হাজার ৮৫০ কোটি টাকার বাজার মূলধন বছর শেষে কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৬২ বাজার ৬২০ কোটি টাকায়।
মূল্য-আয় অনুপাতও (পিই রেশিও) নেমে এসেছে তলানিতে। এক বছরের ব্যবধানে পিই ১৩.১২ থেকে ৯.৫০-এ নেমে এসেছে। অর্থাৎ ২০২৪ সালে পিই কমেছে ৩.৬২ পয়েন্ট বা ২৭.৫৯ শতাংশ।
[240778]
এদিকে আগের বছরের তুলনায় ২০২৪ সালে লেনদেন কিছুটা বেড়েছে। ২০২৩ সালের ১ লাখ ৪১ হাজার ৬০ কোটি টাকার লেনদেন বেড়ে ২০২৪ সালে হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৬৪০ কোটি টাকা। এক্ষেত্রে লেনদেন বেড়েছে ৭ হাজার ৫৮০ কোটি টাকার বা ৫.৩৭ শতাংশ।
তবে ব্লকে লেনদেন কমেছে অনেক বেশি হারে। ২০২৩ সালে ব্লকে ১৪ হাজার ১৭৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। যা ২০২৪ সালে ৩৭.৭৪ শতাংশ কমে নেমে এসেছে ৯ হাজার ২৫২ কোটিতে।
এমটিআই