চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৫:৩২ পিএম

চট্টগ্রাম: কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। শুক্রবার (৩ জানুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী।

[241123]

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আযম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, ও আর নিজাম রোড শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান বাবু এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি শীত মৌসুমে দেড় লাখ কম্বল বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এ কার্যক্রমের আওতায় প্রধান উপদেষ্টার ত্রাণভান্ডারে কম্বল প্রদান ছাড়া দেশব্যাপী ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের মাধ্যমেও দুঃস্থ মানুষের কাছে কম্বল বিতরণ করা হয়েছে।

এসএস