লাইফ বীমার ৩ বছরের তথ্য চেয়েছে আইডিআরএ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৭:৩৫ পিএম

ঢাকা: দেশের সকল লাইফ বীমা কোম্পানির ব্যবসা সংক্রান্ত ৩ বছরের নিরীক্ষিত ও অনিরীক্ষিত তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

কোম্পানিগুলোকে আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এর মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

আইডিআরএ বলছে, বীমা ব্যবসার দক্ষতা মূল্যায়ন, কর্তৃপক্ষের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এবং বিআইএসডি প্রকল্পের চাহিদা অনুযায়ী নির্ধারিত ছকে এই তথ্য (সফট কপি (এক্সেল) ও স্বাক্ষরযুক্ত (পিডিএফ)) কর্তৃপক্ষের নির্ধারিত ই-মেইলে এবং ইউএমপি সিস্টেমে পাঠাতে হবে।

[241128]

এক্ষেত্রে লাইফ বীমা কোম্পানিগুলোর ২০২৪ সালের ৪র্থ ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) এর অনিরীক্ষিত তথ্য, ২০২৪ সালের সম্পূর্ণ তথ্য (অনিরীক্ষিত), ২০২৩ সালের নিরীক্ষিত তথ্য এবং ২০২২ সালের নিরীক্ষিত তথ্য দিতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে।

রোববার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি সকল লাইফ বীমা কোম্পানিকে পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের পরিচালক (লাইফ- একচ্যুয়ারিয়াল ও এজেন্ট) আহম্মদ এহসান উল হান্নান।
 
এআর