গ্রামীণ ফোনের লভ্যাংশ ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৩:২৭ পিএম
গ্রামীণ ফোনের লভ্যাংশ ঘোষণা

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ফোনের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্তভাবে ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে ১৬০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ হিসেবে প্রদান করেছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রামীণ ফোনের ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৬.৮৯ টাকা। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭.৯৫ টাকায়।

গ্রামীণ ফোনের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ২৩ এপ্রিল বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। 

এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ২৬ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

এএইচ/আইএ

AddThis Website Tools