ঈদ শপিংয়ে কার্ডে মূল্যছাড়ের দারুণ সব অফার

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০১:৪৭ পিএম
ঈদ শপিংয়ে কার্ডে মূল্যছাড়ের দারুণ সব অফার

ঢাকা: ঈদ মানে আনন্দ। ঈদ মানে নতুন জামা-কাপড়। তাই তো উৎসব এলেই জমে ওঠে কেনাকাটা। সেই সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেন। ক্রেতারাও বাধ্য হয়ে বাড়তি দামে পণ্য কেনেন। তবে সেই ধারা কিছুটা হলেও বদলাচ্ছে। বেশ কয়েক বছর ধরে রোজায় ইফতার-সেহরি ও ঈদে পোশাকসহ অন্যান্য পণ্যসামগ্রীতে বিশেষ মূল্যছাড় দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। কেনাকাটার মূল্য কার্ডে পরিশোধ করলেই মিলছে আকর্ষণীয় সব অফার। 

ব্র্যান্ড ও পণ্য ভেদে থাকছে আকর্ষণীয় সব অফার ও মূল্য ছাড়। কার্ডের মতো মোবাইল ব্যাংকিংও দিচ্ছে ক্যাশব্যাক অফার। এমন সুযোগ করে দিয়ে ব্যাংকগুলো ঈদের কেনাকাটা একদিকে করে তুলেছে স্বাচ্ছন্দ্যময়, আবার যোগ করেছে বাড়তি আনন্দও।

দেশে কেনাকাটা বা লেনদেনে নগদ অর্থের পরিবর্তে কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। আর কার্ডে কেনাকাটা সহজ ও সুলভমূল্যে পণ্য পেতে সহযোগিতা করছে ব্যাংকগুলো। সেই ধারাবাহিকতায় এবারও ঈদের পোশাক, জুতা, জুয়েলারিসহ নির্দিষ্ট শোরুমে ও পণ্য কেনাকাটায় দিয়েছে নির্দিষ্ট অঙ্কের বিশেষ ছাড়। পাশাপাশি ইফতারে মূল্য ছাড়ের সঙ্গে রয়েছে একটি কিনলে একটি ফ্রিসহ বিভিন্ন ‘ঈদ অফার’। এ ছাড়া ঈদে ঘরে ফেরা ও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আকাশপথে বিমান ভাড়ায়ও ছাড়ের ব্যবস্থা রয়েছে।

[246368]

জানা গেছে, দেশের বিভিন্ন ব্যাংক তাদের কার্ডধারীদের জন্য নির্দিষ্ট শোরুম থেকে কেনাকাটায় ১০-৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা দিচ্ছে। এর মাধ্যমে ব্যাংকগুলো নতুন গ্রাহক আকর্ষণের পাশাপাশি পুরোনো গ্রাহকদের দিচ্ছে ‘ঈদ উপহার’।

শাহজালাল ইসলামী ব্যাংক:
শাহজালাল ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের ঈদুল ফিতর উপলক্ষে সুপার শপে ১০ শতাংশ ক্যাশ ব্যাক অফার দিয়েছে। সুপার শপগুলো হলো- আগুরা, ডেইলি শপিং, লেভেন্ডার, মিনা বাজার, প্রিন্স সুপার শপ, স্বপ্ন, দ্যা বাস্কেট, ইউনিমার্ট।

এছাড়াও লাইফ স্টাইলে শাহজালাল ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের ঈদুল ফিতর উপলক্ষে ১৫ শতাংশ ক্যাশ ব্যাক অফার দিয়েছে। যেখানে এই অফার পাওয়া যাবে- আগুরা, এপেক্স, বাটা, ক্যাটস আই, ইনফিনিটি, লুবনান, মুনসুন রেইন, রিচম্যান, সেইলর, ইওলো।

ইউসিবি:
প্রতিবারের মতো এবারও রমজানে ইফতার, সেহরি ও ঈদ কেনাকাটায় কার্ডধারীদের বিশেষ অফার দিয়েছে ইউসিবি। প্রায় ২০০০ পার্টনার মার্চেন্টে ৩০ শতাংশ পর্যন্ত ডিস্কাউন্ট দিচ্ছে ব্যাংকটি। আড়ং, ইয়েলো, বাটা, এপেক্সসহ বিভিন্ন নামিদামি লাইফস্টাইল ব্র্যান্ডে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। এছাড়াও ইফতার ও ডিনারে নামিদামি হোটেলগুলোতে বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু-থ্রিসহ বিভিন্ন অফার দেওয়া হচ্ছে। ইউএস-বাংলা, এয়ার আস্থাসহ বিভিন্ন বিমান টিকিটেও আছে বিশেষ মূল্য ছাড়।

[246439]

ব্র্যাক ব্যাংক:
পুরো রমজান মাসজুড়ে ঈদের দিন পর্যন্ত ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা ১২০০টিরও বেশি আউটলেটে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন। সঙ্গে গ্রাহকদের জন্য থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া গ্রাহকরা যাতে রমজানে পূর্ণ সুবিধা নিতে পারেন, সেজন্য ব্র্যাক ব্যাংক রেস্টুরেন্ট, লাইফস্টাইল, ট্রাভেল, ফার্নিচার, ইলেকট্রনিক্স এবং ই-কমার্স ক্যাটাগরিতে আকর্ষণীয় অফার দিচ্ছে। বিলাসবহুল ইফতার বুফে থেকে শুরু করে কেনাকাটা, বিমান টিকিট, ক্যাশব্যাক অফারসহ আরও অনেক কিছু গ্রাহকদের জন্য সহজলভ্য করা হয়েছে। পাশাপাশি এক্সক্লুসিভ ডাইনিংয়ে ব্যাংকটির ক্রেডিট এবং ডেবিট কার্ডধারীরা দেশের প্রিমিয়াম পাঁচ তারকা হোটেলে বাই-ওয়ান-গেট-ফোর ফ্রি ইফতার ও সেহরি উপভোগ করতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহীয়ুল ইসলাম বলেন, প্রতিবারের মতো এবারও ব্র্যাক ব্যাংক রমজান ও ঈদ উপলক্ষ্যে বিশেষ অফার ঘোষণা করেছে, যেখানে গ্রাহকদের নানা ধরনের সুবিধা ও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এ অফারের মাধ্যমে গ্রাহকরা তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন, সেই সঙ্গে তাদের দৈনন্দিন খরচে সহায়তা পাবেন।

ব্যাংক এশিয়া:
ব্যাংক এশিয়া তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের ঈদ কেনাকাটায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। পাঁচ তারকা ওয়েস্টিন, শেরাটনসহ নামিদামি হোটেলগুলোতে বাই ওয়ান গেট টু-থ্রিসহ বিভিন্ন অফার দেওয়া হচ্ছে। এ ছাড়া আড়ং, ইয়েলো, বাটা, এপেক্সসহ বিভিন্ন নামিদামি লাইফস্টাইল ব্র্যান্ডে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। পাশাপাশি ব্যাংক এশিয়া মাস্টারকার্ডে (ডেবিট ও ক্রেডিট) গ্রোসারি শপিংয়ে দিচ্ছে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ইলেকট্রনিক্স ভাউচার।

ডাচ্-বাংলা ব্যাংক:
ডাচ্-বাংলা ব্যাংক তাদের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য পাঁচ তারকা বিলাসবহুল হোটেলে রমজান মাসজুড়ে ইফতার ও ডিনারে বাই ওয়ান গেট ওয়ান, টু ও থ্রি অফার দিয়েছে। ডাচ্-বাংলা ব্যাংকের ভিআইপি ব্যাংকিং ডেবিট কার্ড, ভিসা সিগনেচার ও মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড ব্যবহার করে অফার উপভোগ করার সুযোগ রয়েছে। এ ছাড়া নেক্সাস মাস্টারকার্ড, নেক্সাস ভিআইপি ব্যাংকিং ডেবিট কার্ড ও ভিসা সিগনেচার কার্ডে বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠানে ঈদ কেনাকাটায় রয়েছে বিশেষ মূল্য ছাড়।

নেক্সাস-পে ও রকেট অ্যাপ দিয়ে কিউআর কো‌ড স্ক্যান করে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ২০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সুপারশপ স্বপ্ন, আগোরা, মীনা বাজার, ইউনিমার্ট, হোলসেল ক্লাবসহ বাটা, এপেক্স, লোটো ও বে-এম্পোরিয়ামে এ অফার পাওয়া যাচ্ছে। এ ছাড়া সেইলর, লা রিভ, ফিট এলিগেন্স, ইনিফিনিটি, সারাসহ বেশ কিছু লাইফস্টাইল ব্র্যান্ডেও একই সুবিধা পাচ্ছেন গ্রাহক।

এনআরবিসি ব্যাংক:
রমজানে কার্ডধারীদের বিশেষ অফার দিয়েছে এনআরবিসি ব্যাংক। হোটেল শেরাটন, ওয়েস্টিন, ইন্টারকন্টিনেন্টাল, প্যান প্যাসিফিক সোনারগাও, রেডিসন, লে মেরিডিয়ানসহ সব পাঁচ তারকা হোটেলে ইফতারসহ ডিনার ও সেহরিতে থাকছে একটি কিনলে তিনটি পর্যন্ত ফ্রি বুফেসহ আরও এক্সক্লুসিভ সব অফার। এছাড়াও ঈদের কেনাকাটায় আড়ংয়ের সব আউটলেটে এনআরবিসির সব কার্ডধারী পাবেন ১০ শতাংশ বিশেষ ক্যাশব্যাক।

ইস্টার্ন ব্যাংক:
ইস্টার্ন ব্যাংকও ৪০টির বেশি লাইফস্টাইল ব্র্যান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ধারিত শোরুমে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ দিয়েছে। আড়ং এপেক্সসহ বিভিন্ন নামিদামি লাইফস্টাইল ব্যান্ডেও গ্রাহক পাচ্ছেন ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। ইফতার ও ডিনারে নামিদামি হোটেলগুলোতে বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু সুবিধাসহ বিভিন্ন ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া ব্যাংকটি কার্ডধারীদের কিস্তিতেও কেনার সুযোগ দিয়েছে।

প্রাইম ব্যাংক:
প্রাইম ব্যাংকের ভিসা কার্ড ও মাস্টার কার্ডধারীদের জন্য কেনাকাটায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে। লাইফস্টাইলে কেনাকাটায় ১০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ের পাশাপাশি রয়েছে বিভিন্ন উপহার। এ ছাড়া রমজান উপলক্ষ্যে ইফতার ও ডিনারে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার। এ ছাড়া রয়েছে কার্ডে কেনাকাটায় ক্যাশব্যাক অফার।

ইসলামী ব্যাংক:
ইসলামী ব্যাংক তাদের ভিসা, ডেবিট ও খিদমাহ কার্ড দিয়ে কেনাকাটায় ক্যাশ ব্যাকসহ বিভিন্ন উপহার দিচ্ছে। শরিয়াহ ধারার ব্যাংকটি তাদের কার্ডে ভাইব্রেন্ট, সারা, জারা, নয়ের, ইনফিনিটি, আর্টিসানসহ ৪০টি বেশি লাইফস্টাইল ব্র্যান্ডের শোরুমে ঈদের কেনাকাটায় ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে। ইফতার ও ডিনারে নামিদামি হোটেলগুলোতে বাই ওয়ার গেট ওয়ানসহ বিভিন্ন ছাড় দিচ্ছে। এ ছাড়া ব্যাংকটি কার্ড গ্রাহকদের কিস্তিতেও কেনার সুযোগ দিয়েছে।

এবি ব্যাংক:
আড়ংসহ বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে এবি ব্যাংকের গ্রাহক পাচ্ছেন ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। এ ছাড়া নামকরা সুপারশপ আগোরা, মীনা বাজার, স্বপ্ন, ইউনিমার্টসহ বিভিন্ন সুপারশপে ১৫ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। পাশাপাশি নামিদামি হোটেল রেস্টুরেন্টে ইফতার ও ডিনারে বাই ওয়ার গেট ওয়ান, বাই ওয়ান গেট ফাইভ সুবিধাসহ বিভিন্ন ছাড় দিচ্ছে ব্যাংকটি।

সিটি ব্যাংক:
রমজান ও ঈদ কেবল একটি ধর্মীয় বা সাংস্কৃতিক উৎসব নয়, বরং এসময়টি পরিবার-বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি, কেনাকাটা এবং ভ্রমণের এক বিশেষ উপলক্ষ্য। এসময়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি খরচ করে থাকেন। এজন্য রমজান ও ঈদ উপলক্ষ্যে গ্রোসারি ও নতুন জামা-কাপড়সহ সব ধরনের কেনাকাটায় ক্রেডিট ও ডেবিট কার্ডধারীদের জন্য নানা অফার নিয়ে এসেছে সিটি ব্যাংক। ব্যাংকটি এই ঈদের অফারগুলো শুধু ঢাকাতে সীমাবদ্ধ না রেখে সারা দেশে বিস্তৃত করেছে। ব্যাংকটি দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ও গ্রোসারি আউটলেটে ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার। 

এ ছাড়া ৪৫০টিরও বেশি রিটেইল স্টোরে দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত সেভিংস, যা সারা দেশে বিস্তৃত। ১০০টিরও বেশি রেস্টুরেন্টে ৩০ শতাংশ এবং জনপ্রিয় অনলাইন মার্চেন্ট ও ফুড ডেলিভারিতে দিচ্ছে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। ৪০টিরও বেশি রেস্টুরেন্টে দিচ্ছে একটি কিনলে একটি ফ্রি ইফতার ও ডিনার অফার, যার মধ্যে রয়েছে ফাইভ-স্টার হোটেলের অভিজাত ডাইনিং।

প্রিমিয়ার ব্যাংক:
রমজান মাসজুড়ে পাঁচ তারকা হোটেল, রেস্টুরেন্ট, লাইফস্টাইল, ফ্যাশন, গ্রোসারি ও অনলাইন কেনাকাটায় প্রিমিয়ার ব্যাংকের কার্ডে রয়েছে আকর্ষণীয় সব ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও শূন্য ইএমআইয়ের সুবিধা। ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে সিলেক্টেড লাইফস্টাইল ও জুতার ব্র্যান্ডে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়, সিলেক্টেড গ্রোসারি মার্চেন্টে সর্বোচ্চ ২৫ হাজার টাকার ইলেকট্রনিক ভাউচার। এ ছাড়া লাইফস্টাইল পার্টনার শপে প্রিমিয়ার ব্যাংকের কার্ডধারীরা ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া গহনার দোকানে মজুরিতে ৫১ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। বড় বড় শহরের হোটেল কিংবা রিসোর্টে রুম রেন্টের ওপর ৫৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

বিকাশ:
ঈদ কেনাকাটা আরও বর্ণিল, সহজ এবং সাশ্রয়ী করে তুলতে এবারও ক্যাশব্যাকসহ বেশ কিছু অফার নিয়ে এসেছে মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান ‘বিকাশ’। এসব বিশেষায়িত অনলাইন-অফলাইন অফারগুলো থেকে বিভিন্ন পরিমাণ ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন গ্রাহকরা। বিকাশের গ্রাহকদের অনলাইন শপে সর্বোচ্চ ৫০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এ ছাড়া পছন্দের কেনাকাটায় ডিসকাউন্ট কুপনসহ পছন্দের অ্যাক্সেসরিজ, জুতা ও পোশাক কিনে পাচ্ছেন ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।

এএইচ/আইএ