ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের উদ্যোগে সারাদেশের ৩০০ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে আগতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়। বুধবার (২৬শে মার্চ) সকাল ১০:৩০ টায় রাজধানীর বাংলামটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতাড.হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া।
[246665]
সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আনোয়ার, উপ-পরিচালক বিপণন ডা. তৈমুর চৌধুরীসহ হামদর্দের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বৈষম্য ও দুর্নীতিবিরোধী চেতনায় যাত্রা শুরু করেছে। সেই ধারাবাহিকতায় হামদর্দ বাংলাদেশ মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে।
হামদর্দের কল্যাণে দেশের অসংখ্য মানুষ আজ সেবা ও সহমর্মিতা পাচ্ছে। আমাদের প্রত্যেকেরই উচিৎ সততার আদর্শ নিয়ে দেশকে এগিয়ে নিতে মানবসেবায় আত্মনিয়োগ করা।
এআর