ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ পাবেন প্রাথমিকের শিক্ষকরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২১, ০৪:০৭ পিএম

ঢাকা: সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে মাস্টার ট্রেইনার (ইংরেজি ভাষার প্রশিক্ষক) হিসেবে তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

আরো পড়ুন : প্রাথমিকের জন্য নতুন সুসংবাদ দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

রোববার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরো পড়ুন : প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘ইংলিশ ভার্সন’

তিনি বলেন, ‘৪৬ কোটি টাকা ব্যয়ে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে দুই হাজার শিক্ষককে প্রথমে প্রশিক্ষণ দেয়া হবে। তাদের মাধ্যমে সারাদেশে প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে।’

আরো পড়ুন : সালিশ চলাকালে লাঠিপেটায় প্রাথমিক শিক্ষকের মৃত্যু

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের ৪ কোটি শিক্ষার্থীদের ১২ বছর বাধ্যতামূলক ইংরেজি বিষয় পড়ার পরও দুর্বলতা দেখা যায়। যে কারণে তাদের এই শেখার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ফলপ্রসূ হচ্ছে না। এক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলের এ প্রশিক্ষণ কর্মসূচি একটি ইতিবাচক ভূমিকা রাখবে।’

ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে মাস্টার ট্রেইনারদের মাধ্যমে প্রাথমিকের শিক্ষকরা ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোনালীনিউজ/আইএ