ঢাকা : দেশের এমপিওভুক্ত নিম্নমাধ্যমিক মাধ্যমিক স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার শূন্য পদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুযায়ী প্যাটার্নভুক্ত শূন্য পদের তথ্য পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের।
অধিদপ্তর থেকে এসব তথ্য চেয়ে আঞ্চলিক উপপরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী স্কুলের শূন্য পদের তথ্য চাওয়া হয়েছে।
আরো পড়ুন : শিক্ষকদের টাইমস্কেল নিয়ে মামলা
যেসব তথ্য দিতে হবে-শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ইআইএন, এমপিও কোড, মোবাইল নম্বর, জেলার নাম, পদবি ও বিষয় উল্লেখ করে প্যাটার্নভুক্ত শূন্য পদের নাম, শূন্য পদের সংখ্যা মন্তব্যসহ নির্ধারিত ছক পূরণ করে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে উপপরিচালকদের।
গত ২৮ ফেব্রুয়ারি অধিদপ্তর থেকে জারি করা চিঠি দেওয়া হয়। চিঠিতে, ১৫ কার্যদিবসের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের।
সোনালীনিউজ/এমএএইচ