ঢাকা : দেশে করোনাকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের অনলাইন ক্লাসের তথ্য চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে এ তথ্য চাওয়া হয়েছে।
তাই, প্রতিমাসের ১ তারিখ সব স্কুল-কলেজের অনলাইন ক্লাসের তথ্য প্রমাণ পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
আরো পড়ুন : তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কবে?
এ বিষয়ে অধিদপ্তর বলছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৪ মার্চ ইমেইলে করোনা সংক্রমনকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালনার অর্জন বিষয়ে প্রমাণক সরবরাহের নির্দেশনা দেয়া হয়েছে। তাই, অধিদপ্তর থেকে প্রতিমাসের ১ তারিখ বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ, উচ্চমাধ্যমিক কলেজ ও স্নাতক পাস কলেজের অনলাইন ক্লাসের তথ্য প্রমাণকসহ পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের।
জানা গেছে, অনলাইনে প্রচারিত ক্লাসের তারিখ ও সময় উল্লেখ করে ক্লাস অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের জেলা ভিত্তিক স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র প্রমাণক হিসেবে পাঠাতে হবে।
সোনালীনিউজ/এমএএইচ