এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ১২:১৮ পিএম
ফাইল ছবি

ঢাকা : চলিত ২০২১ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে এসএসসি ও সমমান এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

আরও পড়ুন : পরীক্ষায় যেভাবে অংশ নিবে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীরা

এসএসসি পরীক্ষা সময় সূচী

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গেছে, এসএসসি সমমান পরীক্ষা ১০, ১২, ১৪ ও ১৫ নভেম্বর শুরু করতে আলাদা চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ১৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে ২৮ নভেম্বর পরীক্ষা শেষ করতে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এইচএসসি পরীক্ষার সময়সূচি

সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না।

সোনালীনিউজ/এমএএইচ