ঢাকা : এক বছরের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজে পড়ার সুযোগ পাবেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ (সিসিআই) কার্যক্রমের আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
আগামী ৯ ডিসেম্বর বিকেল ৪ টার মধ্যে আবেদন করা যাবে। এ স্কলারশিপ এর আওতায় যুক্তরাষ্ট্রে এক শিক্ষাবর্ষে থাকার জন্য কোনো একটি কলেজে ভর্তি হতে আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা।
তবে পড়াশোনা শেষে নতুন জ্ঞান, কারিগরি দক্ষতা ও বৈশ্বিক নেটওয়ার্কে যুক্ত হয়ে শিক্ষার্থীদের আবার দেশে ফিরে আসতে হবে।
বাংলাদেশের আমেরিকান অ্যাম্বাসি সূত্রে জানা যায়, গত ৯ বছরে বাংলাদেশের ৬৬ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের স্থানীয় পর্যায়ের বিভিন্ন কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছেন।
কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ কর্মসূচির অধীন ২০২২-২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজগুলোতে কৃষি, ফলিত প্রকৌশল, ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রশাসন, প্রাক-শৈশব শিক্ষা, তথ্যপ্রযুক্তি, গণমাধ্যম, সামাজিক সেবা, স্বাস্থ্য ও জননিরাপত্তা এবং পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে।
সুযোগ-সুবিধাসমূহ
* নির্বাচিত শিক্ষার্থীরা জে-১ ভিসা পাবেন।
* সীমিত দুর্ঘটনা ও অসুস্থতাজনিত ভাতা।
* যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার বিমান খরচ।
* টিউশন ও কলেজ ফি।
* আবাসন ও খাবার খরচ।
* বই, শিক্ষা উপকরণ ও সাধারণ ব্যয়ের জন্য আর্থিক সুবিধা।
আবেদনের যোগ্যতা :
* বাংলাদেশের নাগরিক হতে হবে।
* ২০২২ সালের ১ জুলাই পর্যন্ত ন্যূনতম ১৮ বছর বয়সি হতে হবে।
* স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে। তবে শেষ বর্ষ আবেদনের যোগ্য নয়।
* ইংরেজি দক্ষতা থাকতে হবে।
* পড়াশোনা শেষে দেশে ফিরে আসতে হবে।
* আবেদনকারী কোনো অভিযোগে গ্রেপ্তার হলে বা কখনো দোষী সাব্যস্ত হলে তার আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া : আবেদন পত্র অনলাইন থেকে ডাউনলোড করে আগামী ৯ ডিসেম্বর বিকেল চারটার মধ্যে আমেরিকান সেন্টারের ঠিকানায় (আমেরিকান সেন্টার, ইউএস দূতাবাস অ্যানেক্স, জে ব্লক, প্রগতি সরণি, বারিধারা, মার্কিন দূতাবাস কার্যালয়ের বিপরীতে, ঢাকা-১২১২) পাঠাতে হবে।
আবেদন ফরম পেতে : https://bd.usembassy.gov/wp-content/uploads/sites/70/CCI-Program-AY-2022-2023-Application-Fillable-FINAL-Word-100121.docx
বিস্তারিত জানতে : https://bd.usembassy.gov/26982/
এছাড়া বিস্তারিত তথ্যের জন্য ShahidTX@state.gov ঠিকানায় ই-মেইল বা (০২) ৫৫৬৬-২৮০৮ নম্বরে ফোন করা যাবে।
সোনালীনিউজ/এমটিআই