নির্দেশনা অমান্যকারী শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ১২:১৩ পিএম

ঢাকা : নতুন শিক্ষাক্রমে পাঠদানের সুবিধার্থে প্রশিক্ষণ নিয়েও অনেক শিক্ষক তা অনুসরণ না করে আগের পদ্ধতিতে পাঠদান করছে। যারা নির্দেশনা অমান্য করছেন তাদের তালিকা তৈরি করে পাঠাতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)।

রোববার (১৮ জুন) এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির আওতাধীন মাধ্যমিক স্তরের শিক্ষকদের নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ, শিক্ষক সহায়িকা ও মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে। এছাড়াও মুক্ত পাঠের মাধ্যমে মূল্যায়ন সংক্রান্ত অনলাইন কোর্স সম্পন্ন করা হয়েছে।

[201379]

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোন কোন শিক্ষক সে অনুসারে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন না, যা চাকরির শৃঙ্খলার পরিপন্থী। এক্ষেত্রে শিক্ষকদের শ্রেণি পাঠদান ও মূল্যায়ন সংক্রান্ত প্রশিক্ষণ লব্ধজ্ঞান, অভিজ্ঞতা এবং শিক্ষক সহায়িকা অনুসরণপূর্বক পাঠদান করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

[201205]

এছাড়া যেসব প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রশিক্ষণ ও শিক্ষক সহায়িকা অনুসরণপূর্বক শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন না তাদের তথ্য প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে মাউশিতে পাঠাতে বলা হয়েছে। যেসব শিক্ষক প্রশিক্ষণ লব্ধজ্ঞান ও শিক্ষক সহায়িকা অনুসারে পাঠদান করাচ্ছেন না তিনি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই