আগামী বছরেও সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

  • চাঁদপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৭, ২০২৩, ০৫:৩৬ পিএম

চাঁদপুর: আগামী বছরেও কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়া কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এবছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বাসাবাড়িতে ছাদে ফুলের টবে বা কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তাহলে ডেঙ্গু প্রতিরোধ সহজ হবে।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহসীন আলমসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এরপর দীপু মনি মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজীর মায়ের দোয়া অনুষ্ঠানে অংশ নেন।

সোনালীনিউজ/এম