তিতুমীর কলেজে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উদযাপন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০৯:৫৭ পিএম

ঢাকা : রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার  (১৮ অক্টোবর) কলেজের শহিদ বরকত মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, জন্মদিন  উদযাপন করছি ঠিকই এতে আনন্দের অনুভূতি নেই বিষাদ কাজ করছে। শেখ রাসেল সবার প্রিয় ছিলেন, ১০ বছর জীবনেই নানা অভিজ্ঞতা সাক্ষী। ১৫ আগস্ট সপরিবারে তাকে হত্যা করা হয়। শেখ রাসেলের একটা সুন্দর জীবন হতে পারতো, হয়নি সেটা আমরা বাঙালি জাতির জন্য দুঃখের বিষয় ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মাঞ্জুমা হক।

 অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো: মহিউদ্দিন ও শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মালেকা আক্তার বানু। মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রতন সিদ্দিকী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রলীগ সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এমটিআই