সাংবাদিক পিটিয়ে বহিষ্কার তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ১১:৩৯ এএম
সাংবাদিক পিটিয়ে বহিষ্কার তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা

ঢাকা : সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি  সাব্বির আহমেদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক এস এএম ইমরুল রুদ্রকে বহিষ্কার করা হয়েছে।

২৩ মার্চ রাতে বাংলাদেশ ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক মুজিবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো  হয়।

[220104]

উল্লেখ্য, শুক্রবার (২২ মার্চ) বিকালে ইফতার মাহফিল থেকে অফিসে যাওয়ার পথে তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আঁখি হলের সামনের প্রধান সড়কে সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদের ওপর রড, লাঠিশোটা দিয়ে হামলা করে সরকারি তিতুমীর কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সাংবাদিক সাব্বির আহমেদ গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়েছে।  

এসময় বেদম মারধরের পর তার পকেটে থাকা মানিব্যাগ, মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। মানিব্যাগে ৭ হাজার টাকা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ছিল।

এমটিআই

AddThis Website Tools