রাজশাহী : স্বৈরাচার সরকার পদত্যাগের একদফা দাবিতে 'সর্বাত্মক অসহযোগ' আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারাদেশের সাথে সমন্বয় করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রুয়েট) গেইটের সামনে জড়ো হতে শুরু করেছে রাজশাহী নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
রোববার (০৪ আগস্ট) বেলা সাড়ে ১০টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে সকল শিক্ষার্থী সমবেত হচ্ছেন। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষকরাও একাত্মতা পোষণ করে এ বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
এসময় 'শেখ হাসিনার গদিতে, আগুন জালাও একসাথে', 'এক দুই তিন চার, স্বৈরাচার তুই গদি ছাড়', 'শিবির ট্যাগের ছলচাতুরী, বুইজা গেছে জনগণ', 'দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ', 'নয় ছয় বুজিনা, কবে যাবি হাসিনা', 'আবু সাঈদ মরলো কেন, প্রশাসন জবাব চাই' এমন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।
[228832]
এ বিষয়ে জানতে চাইলে সমন্বয়করা জানান, সকল শিক্ষার্থী একসাথে সমবেত হয়ে রাজশাহী নগরীর জিরো পয়েন্টের দিকে যাবো আমরা। আমরা জানতে পেরেছি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরূ নাকি আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা সেখানেই যাবো এবং প্রয়োজন হলে আমরা সবাই শহীদ হবো। শহীদ হতেই আমরা মাঠে নেমেছি আজকে কোনো আন্দোলনেই আমাদের দমাতে পারবে না।
রাবি শিক্ষার্থী মাহমুদুল মিঠু বলেন, দেশের মানুষের ট্র্যাক্সের টাকায় আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, একজন ছাত্র হিসেবে রাষ্ট্রের সকল অনিয়মের বিরুদ্ধে কথা বলার জন্যই শিক্ষার্থী সমাজে এগিয়ে আসে। সারাদেশে যখন আমাদের সহপাঠীরা ন্যায্য অধিকার আদায়ের জন্য রক্ত দেয় তখন বিবেকবান ছাত্র হিসেবে আমরা ঘরে বসে থাকতে পারি না ফলে আমরা এখানে সমাবেত হচ্ছি। আমাদের দাবি একটাই স্বৈরাচার সরকারের পদত্যাগ।
এমটিআই