অস্ট্রেলিয়া থেকে পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান শহীদুল্লাহ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ১২:৩১ পিএম

ঢাকা : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ পদত্যাগ করেছেন।

রোববার (১১ আগস্ট) তিনি শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ পদত্যাগপত্র পাঠান। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করার কারণে সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিছেন কাজী শহীদুল্লাহ। একই সঙ্গে তিনি অস্ট্রেলিয়া থেতে দেশে ফিরতে চান না বলেও জানিয়েছেন।

[229416]

পদত্যাগপত্রে কাজী শহীদুল্লাহ লেখেন, ‘আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৩ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতার কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস আদেশ অনুযায়ী গত বছরের ২০ আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছি।’

[229415]

‘অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।’

এমটিআই