বাডস স্কুল অ্যান্ড কলেজের ২য় সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৪:৩৪ পিএম

ঢাকা: শিক্ষা নগরীর প্রাণকেন্দ্র আশুলিয়ার পল্লীবিদ্যুৎ সংলগ্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাডস স্কুল অ্যান্ড কলেজের ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পুরস্কার বিতরণ ও বৃত্তি সংবর্ধনা প্রদান অনুষ্ঠান শনিবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

বাডস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জনাব মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং ভাইস-প্রিন্সিপাল মাওলানা  জহির আলমের পরিচালনায়- অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী  আহনাফ ওয়াহি উক্ত অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক বিশিষ্ট লেখক গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আব্দুল কাদের রুহানী। 

[232512]

এছাড়া আরো বক্তব্য রাখেন, প্রাইমারী শাখার প্রধান শফিকুল ইসলাম লিটন। পুরস্কার বিতরণী পরিচালনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মরিয়ম খাতুন অনি। পরে আদর্শ কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল এসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী, সিনিয়র শিক্ষক সাদ্দাম হোসেন, জহিরুল ইসলাম, মাসুদ রানা, ইমরান মোল্লা, ইফাত জাহান ঈশিতা, ইশফাত জাহান, রেখা খাতুন, কানিজ মেহেরুন্নেসা, সানজিদা ইসলাম রিয়া, তানজিলা আক্তার, সানজিদা জেবিন রিম, আমির হামজা, জসিমউদ্দীনসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী কর্মচারী ও অভিভাবকবৃন্দ।

এআর