‘নিজে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেব না’

  • ইবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৩:৪২ পিএম

ঢাকা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি এখানে ক্ষমতার জন্য আসিনি, এসেছি দায়িত্ব পালন করতে। আমি এবং আমার শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের বলয় থাকবে না। আমি নিজে দুর্নীতি করবো না, অপরকেও দুর্নীতি করতে দেব না তার শতভাগ গ্যারান্টি দিলাম।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমি এ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। সর্বোপরি শিক্ষার্থীদের সাথে নিয়ে এ বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে কাজ করবো।

[232845]

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ক্যাম্পাসে পৌঁছান৷ এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাকে স্বাগত জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে তিনি উপাচার্যের কার্যালয়ে এসে যোগদান পত্রে স্বাক্ষর করেন।

এদিন বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। পরে প্রশাসন ভবন চত্বরে বিএনসিসির সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। বিকেল সাড়ে ৫টায় শহীদ মিনার, স্মৃতিসৌধ ও মুক্তবাংলা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ড. নসরুল্লাহ।

এমটিআই