পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় শিক্ষক সমিতির আত্মপ্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১১:৩৯ পিএম
ফাইল ছবি

ঢাকা: পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাঙ্গণে জয়দেবপুর পিটিআইয়ের পরীক্ষণ বিদ্যালয় শিক্ষক এস এম তারেককে আহ্বায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এসময় কমিটির যুগ্ম আহ্বায়ক নওগাঁর পিটিআইয়ের আলমগীর হোসেন বলেন, আমরা দীর্ঘ প্রচেষ্টার পর সকল পরীক্ষণ বিদ্যালয় শিক্ষকদের সমন্বয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করতে পেরে আনন্দিত। খুব দ্রুতই পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

[233209]

তিনি আরও বলেন, পরীক্ষণ বিদ্যালয় সংশ্লিষ্ট সকল সমস্যার সমাধান এবং শিক্ষকদের দাবি- দাওয়া আদায়ে এই কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়গুলো শিক্ষক শূন্য থাকার পর গত ২৪ জুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নন ক্যাডার কর্মকর্তা হিসেবে এই শিক্ষকদের নিয়োগ পূর্বক পদায়ন আদেশ জারি করে। সেই আদেশের প্রায় তিন মাসের মাথায় তাদের এই কমিটি গঠন করা হলো।

এসএস