আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কবর জিয়ারত

  • ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৯:২০ পিএম

কুষ্টিয়া: ছাত্রলীগের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়ার কুমারখালিতে অবস্থিত আবরারের কবরস্থানে গিয়ে জিয়ারত করেন তারা।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রব্বানী, সায়েম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ নেন।

এসময় তারা এই দিনটিকে জাতীয়ভাবে ভারতীয় আগ্রাসন বিরোধী দিবস ঘোষণার দাবি জানান। 

এ বিষয়ে এম সুইট বলেন, আবরার ফাহাদ জাতীয় ঐক্যের প্রতীক। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম শহীদ। আবরার ফাহাদরা যুগ যুগ ধরে আমাদের মাঝে বেঁচে থাকবে। তাদের এই দেশপ্রেম ও আত্মত্যাগ আগামীদিমের তরুণ প্রজন্মেের কাছে তুলে ধরার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।

এসএস