তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মানববন্ধন ও র‍্যালি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৪:৩৭ পিএম

ঢাকা: সরকারী তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে র‍্যালি ও মানববন্ধনের আয়োজন করেছে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টায় কলেজের প্রধান ফটক থেকে শুরু করে ওয়ারলেস, আমতলী প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে র‍্যালি শেষ হয়।

[233934]

এরপর ক্যাম্পাসে এসে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো উত্থাপন করেন৷ শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি অনেক দিনের। এ দাবি সকল শিক্ষার্থীদের। তিতুমীরের সকল অবকাঠামোগত যোগ্যতা থাকা সত্ত্বেও তিতুমীর কেন বিশ্ববিদ্যালয় হবে না? এ প্রশ্ন সকল সাধারণ শিক্ষার্থীদের।
 
সবশেষে শিক্ষার্থীরা বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তীতে কঠোর কর্মসূচি পালিত হবে।

উল্লেখ্য, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য রাষ্ট্রপতির সচিব বরাবর স্মারকলিপি ও গণস্বাক্ষরের কাগজপত্র জমা দেন৷

এআর