ঢাকা : প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষরা এখন থেকে নিজ নিজ বিভাগের ক্লাসও নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষক অত্র বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন, তাঁরা যথাযথভাবে নিজেদের প্রশাসনিক দায়িত্ব পালন করে নিজ নিজ বিভাগ/ ইনস্টিটিউটে ক্লাস নিতে পারবেন।’
[234324]
এতে আরও বলা হয়, ‘শিক্ষা কার্যক্রমে এ ধরনের অংশগ্রহণ প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়নের পাশাপাশি জ্ঞানচর্চার প্রক্রিয়াকে উৎসাহিত করবে।’
এমটিআই