ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের নৈশপ্রহরী ও কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল, ফ্যাকাল্টি, ইনস্টিটিউট, টিএসসি ও কার্জন হলসহ বিভিন্ন স্থানের কর্মচারীদের এই উপহার প্রদান করে সংগঠনটি।
রোববার (১৭ নভেম্বর) রাত ১২টা থেকে করে ভোর ৪টা পর্যন্ত চলে তাদের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।
আয়োজন প্রসঙ্গে শাখা শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের বলেন, শীতের আবহ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় শীতের প্রকোপ তুলনামূলক বেশি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সব হল, ফ্যাকাল্টি, ইনস্টিটিউট, টিএসসি ও কার্জনে ক্যাম্পাসের নৈশপ্রহরীসহ কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে।
[237483]
ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ যত অংশীজন আছেন তাদের যে কোনো সমস্যায় আমরা পাশে থাকব, এটা শিবিরের নিয়মিত কাজ।
নৈশপ্রহরী হিসেবে যারা ঠান্ডার মধ্যে রাত জেগে দায়িত্ব পালন করেন, শীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য আমাদের এই শীতবস্ত্র উপহার কর্মসূচি। আমরা তাদের হাতে এই উপহার পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের সন্তানদের পড়াশোনায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি।
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নুর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক ইকবাল হায়দার, ঢাকা মহানগর পূর্ব শিবিরের সেক্রেটারি ও ঢাবি শিক্ষার্থী আসিফ আব্দুল্লাহসহ বিশ্ববিদ্যালয় শাখার অন্য নেতারা।
এমটিআই