ঢাকা: তিতুমীর বিশ্ববিদ্যালয় গঠনের সম্ভবতা যাচাই কমিটি প্রকাশ না হওয়ায় সংবাদ সম্মেলন করেছে তিতুমীর ঐক্য। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের ছাত্র সংসদ ভবনের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিতুমীর ঐক্যের সদস্য আব্দুল হামিদ জানান, গত ১৮ নভেম্বর ‘বারাসাত ব্যারিকেড’ কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে যায়। সেখানে শিক্ষামন্ত্রীর উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম আশ্বাস দিয়েছিলেন, সাত কর্মদিবসের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য একটি সম্ভবতা যাচাই কমিটি গঠন করা হবে।
[238730]
কিন্তু সাত কর্মদিবস অতিক্রম হলেও এখনও কমিটি গঠনের কোনো ঘোষণা আসেনি। এ বিষয়ে তিতুমীর ঐক্য তীব্র নিন্দা জানিয়ে তিন দফা দাবি তুলে ধরেছে। সেগুলো হলো- ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভবতা যাচাই কমিটি প্রকাশ করতে হবে, প্রকাশিত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে ক্যাম্পাসে এসে কাজ শুরু করতে হবে, কমিটি গঠনের ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত মানা না হলে ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’র মতো বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এসএস