ডামি নির্বাচনের প্রদর্শনী

ঢাবিতে ভোট দিতে এসেছেন ‘কাফনে মোড়ানো মৃত ব্যক্তি’ 

  • ঢাবি প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৭:১৫ পিএম

ঢাকা : ২০২৪ সালের শেখ হাসিনা সরকারের ডামি নির্বাচন দিবস ৭ জানুয়ারি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডামি নির্বাচনের প্রদর্শনী করেছে একদল শিক্ষার্থী। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ‘৭ জানুয়ারি খুনি হাসিনার ডামি নির্বাচন প্রদর্শনী ও ভোটদান প্রতিযোগিতা’ শীর্ষক কর্মসূচির আয়োজন করেছে ঢাবি শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ।

এই ডামি নির্বাচনের স্লোগান ছিল ‘৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন' এবং ‘যত ভোট, তত নোট’।

[241270]

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরাই প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার সেজে নির্বাচনের আয়োজন করেছে, শিক্ষার্থীরাই ভোট দিচ্ছে। কেউ আবার আওয়ামী লীগ নেতা সেজেছেন যারা নির্বাচনের জন্য জনগণকে আহ্বান করছেন।

নির্বাচনে প্রকাশ্যে শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে নৌকা মার্কায় ভোট দিতে দেখা যায়। যে ব্যক্তি এক মিনিটে নৌকা মার্কায় সবচেয়ে বেশি ভোট দিতে পারবে তাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। প্রত্যেক ব্যক্তিকেই ভোট দেওয়ার জন্য ডামি টাকা দিতে দেখা যায় ডামি আওয়ামী লীগ নেতাদের।

[241272]

নির্বাচনে শিশু, কাফনে মোড়ানো মৃত ব্যক্তি, এক ব্যক্তির একাধিকবার ভোট প্রদান ইত্যাদি ছিল এই নির্বাচনের উল্লেখযোগ্য দৃশ্য।

আয়োজকদের অন্যতম মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, গত বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ সেই সময় কোন ধরণের পরিস্থিতিতে ছিল সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি।

সমন্বয়ক মাহিন সরকার বলেন, আজকের এই ডামি নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে লাল কার্ড দেখানো হয়েছে যেন ভবিষ্যতে এরকম ঘটনা আর ঘটতে না পারে।

এমটিআই