ঢাকা : শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি নিয়ে ভারতজুড়ে চলছে তোলপাড়।
বাংলাদেশে পরীমণিকাণ্ডের পর এর সাথে এখন যোগসূত্র খুঁজছেন ভারতের গোয়েন্দারা। খতিয়ে দেখা হচ্ছে কলকাতার বিভিন্ন হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ।
চিত্রনায়িকা পরিমণিকাণ্ডের রেশ ছড়িয়েছে ওপার বাংলার টলিউডেও। ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি পরীমণির সাথে জড়িত ছিলেন পরিচালক সহ একাধিক প্রযোজক। এতে নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ প্রশাসন।
নিউ টাউনের বিলাসবহুল বিভিন্ন হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করেছে কলকাতা পুলিশ। এ সব হোটেলে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে সম্প্রতি একাধিক মডেল অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে।
কাজের সূত্রে হোটেলগুলোতে গেল ৪ বছর ধরে যাতায়াত ছিল পরীমণির।
পরীমণির ইস্যুতে মুখে কুলুপ বেশিরভাগ অভিনয়শিল্পীর।
টালিগঞ্জের এক অভিনেত্রী রুপানিতা দাস জানান, পর্নোগ্রাফির মতো কুপ্রস্তাবে ব্যবহার করা হয় তৃতীয় পক্ষ। এতে পর্দার আড়ালে থেকে যান নাটেরগুরুরা।
পর্নোকাণ্ডে গেল ১৯ জুলাই শিল্পা শেঠীর স্বামীকে আটকের পর, টালিউড-বলিউটের একাধিক অভিনেত্রীর যোগসূত্র পান দেশটির গোয়েন্দারা।
ভারতীয় গণমাধ্যম বলছে, এতে পরীমণির সংযোগ আছে কিনা, সেটি খতিয়ে দেখছে তারা।
সোনালীনিউজ/এমটিআই