ঢাকা : ঢালিউডের আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমণিকে শুক্রবার আদালতে নেয়া হয়।
শুক্রবার (১৩ আগস্ট) আবারও জামিনের আবেদন করলে জামিন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁর পক্ষে লড়ছে আইনজীবীদের যে দল, তাদের মধ্যে রয়েছেন ঢালিউডের একজন অভিনয়শিল্পীও। পরীমনির মামলার প্রধান আইনজীবী মুজিবর রহমানের দলের আট সদ্যসের একজন আমান রেজা।
পরীমনির আইনজীবী মুজিবর রহমান অ্যাসোসিয়েটসের প্রধান তিন সহকারী আইনজীবীর অন্যতম আমান রেজা। জানালেন, সহকর্মী ও সহযোদ্ধার জন্য লড়তে পারাটা দায়িত্বের পাশাপাশি একরকম আনন্দের।
তিনি বলেন, ‘এর আগেও চলচ্চিত্রবিষয়ক কয়েকটি মামলায় আমি লড়েছি। সেখানে শুধু পেশাগত দায়িত্ব নয়, চলচ্চিত্রের প্রতি একরকম দায়বোধের ব্যাপারও কাজ করেছে। পরীমনির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় আদালতে উপস্থিত থাকতে পারিনি। তবে আজ থাকতে পেরে ভালো লাগছে।’
জামিনের আবেদনে বলা হয়েছে, আসামি পরীমনি প্রথম সারির একজন নায়িকা। তিনি ‘ফোর্বস ম্যাগাজিন’-এ ডিজিটাল তারকা হিসেবে বিশ্বের ১০০ জনের অন্যতম, যা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য গৌরবের। এ রকম একজন আসামি জেলহাজতে আটক থাকলে চলচ্চিত্র অঙ্গনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
তা ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও চলচ্চিত্র নির্মাতার সঙ্গে তাঁর চুক্তিভঙ্গেরও সম্ভাবনা রয়েছে। সম্প্রতি ‘প্রীতিলতা’ সিনেমার ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। সেটি ছাড়াও বেশ কয়েকটি চলচ্চিত্রের সঙ্গে তিনি জড়িত, যেগুলোর শুটিং শিডিউল ভেঙে পড়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, দীর্ঘ সময় পুলিশ কাস্টডিতে থাকার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। চিকিৎসার স্বার্থে আসামিকে জামিন দেয়া হোক। পরীমনিকে ছয় দিন রিমান্ডে রাখার পর তাঁর কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। পরীমনি একজন স্বনামধন্য ব্যক্তি। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনি জামিন পেতে পারেন।
মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (১৩ আগস্ট) আদালতে হাজির করা হয়। পরীমনিকে আর রিমান্ডের আবেদন করেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরীমনির জামিনের জন্য আবেদন করেন তাঁর আইনজীবীরা।
বেলা ১১টা ৪০ মিনিটে একটি মাইক্রোবাসে করে তাঁকে হাজতখানায় আনে সিআইডি। এর আগে বনানী থানায় করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে গত মঙ্গলবার দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।
সোনালীনিউজ/এমটিআই