ঢাকা : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি মাদক মামলায় রয়েছেন কারাগারে। ইস্যুটি নিয়ে অনেকেই কথা বলছেন গণমাধ্যম ও সমাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি অভিনেত্রী আজমেরী হক বাঁধন কথা বলেছেন পরীমনিকে নিয়ে।
পরীমনিকে নিজের সহকর্মী দাবি করে বাঁধন গণমাধ্যমকে বলেন, ‘পরীমনি আমার সহকর্মী। আমি তার সেফটি-সিকিউরিটি, তার শারীরিক, মানসিক এবং ক্যারিয়ার নিয়ে চিন্তিত।’
পরীমনির সঙ্গে যে আচরণ করা হয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে মনে করেন এ অভিনেত্রী। বাঁধন বলেন, ‘দেশে নারীর অবস্থান এখনও এই জায়গায় আছে জন্য আমি ভীষণ লজ্জিত। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আতঙ্কিত।কেউ কোনো অপরাধ করলে অবশ্যই দেশের প্রচলিত আইন অনুযায়ী তার সুষ্ঠু বিচার হবে।’
একজন প্রতিষ্ঠিত এবং নামকরা অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হওয়াটাকে নিন্দনীয় হিসেবে উল্লেখ করেন বাঁধন বলেন, ‘পরীমনি একজন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় অভিনেত্রী। তার একটা সম্মান ও অবস্থান আছে সমাজে। তার ব্যক্তিগত জীবন ও অতীত নিয়ে যেভাবে মিডিয়া এবং সেশ্যাল মিডিয়া মানে সাধারণ মানুষ চর্চা করছে এটা খুবই লজ্জার। একই সঙ্গে এটা তো খুব আতঙ্কেরও বিষয়।’
মাদক মামলায় পরীমনিকে কারাগারে পাঠানো আরও দুঃখজনক বলে মনে করেন বাঁধন। তিনি বলেন, ‘মামলার যে কারণ দেখানো হচ্ছে সেটাই যদি কারণ হয়ে থাকে সেটা তো খুবই দুঃখজনক। তাহলে এই প্রোডাক্টগুলো তার বাসা পর্যন্ত কীভাবে এলো? কারা সাপ্লাই দিল এটা তো আগে জিজ্ঞেস করা দরকার ছিল। এভাবে যদি ধরতে হয় তাহলে তো দেশের কত মানুষকে ধরতে হবে। ওই জায়গাটা অবশ্যই প্রশ্নবিদ্ধ।’
সোনালীনিউজ/এসএন