ঢাকা : বিশ্ব তোলপাড় করা প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারিতে কলম্বিয়ান গায়িকা শাকিরার নামও রয়েছে। প্যান্ডোরা পেপারস হচ্ছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) কর্তৃক প্রাপ্ত ১৪ আর্থিক পরিষেবা সংস্থার ১২ মিলিয়ন নথির একটি সংগ্রহ, যেখানে উল্লেখ আছে কীভাবে একাধিক ব্যক্তি সম্পদ অর্জন এবং লেনদেন করতে অফশোর অ্যাকাউন্ট ব্যবহার করেছে।
নথিতে বলা হয়েছে, শাকিরা ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে অফশোর কোম্পানির মাধ্যমে সম্পদ রেখেছিলেন। যার জন্য তিনি কোনো কর পরিশোধ করেননি। কর ফাঁকির অভিযোগে শাকিরা বিচারের মুখোমুখিও হতে পারেন। অবশ্য এ গায়িকার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ নতুন কিছু নয়।
আরও পড়ুন - নতুন স্বামীকে নিয়ে নতুন বাসায় মাহি
স্পেনে তিনি করের আওতাভুক্ত হওয়া সত্ত্বেও দেশটিতে কর দেননি। গত জুলাই মাসে শাকিরার আর্থিক বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর স্পেনের একজন বিচারক তাকে কর ফাঁকির জন্য বিচারের মুখোমুখি হওয়ার সুপারিশও করেছিলেন। উল্লেখ্য, প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারিতে শুধু শাকিরাই নয়, সুপারমডেল ক্লদিয়া শিফার ও রায়ান স্মিথের নামও রয়েছে।
সোনালীনিউজ/এসএন