ঢাকা : নেটদুনিয়ায় গত কয়েক দিন ধরে ভাইরাল গানটি হলো ‘কাঁচাবাদাম’। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গানটি ঘিরে আগ্রহের কমতি নেই। ‘বাদাম বাদাম দাদা, কাঁচাবাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম...’ এমনই কথায় ভুবন বাদ্যকরের গাওয়া গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সেলিব্রেটি বনে গেছেন তিনি।
এবার সেই ভাইরাল ‘বাদাম কাকু’ পশ্চিমবঙ্গের পুরভোটের প্রচারেও পা মেলালেন। পুরভোটের প্রচারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী। তার হয়েই ভোট ময়দানে নামেন ভুবন বাদ্যকর।
তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী বলেন, ‘উনি ৫ টাকা করে বাদাম বেচেন। গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বাদাম বেচেন। এখন কলকাতায়ও যাতে উনি পরিচিত হন, ওনার দুটো পয়সা আয় হয়, সেটাই চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘ঠোঙায় করে বাদাম খাওয়ার অভ্যাস মানুষ ভুলেই গিয়েছে প্রায়। এখন যদি মানুষের সেই অভ্যাস আবার ফিরে আসে, তাহলে সেটা ভালোই হবে। ওনারও কিছু আয় হবে।’
কলকাতায় এসে ভালোই লাগছে ভুবন বাদ্যকরের। সবার অনুরোধে প্রচারের সময় নিজের ভাইরাল ‘কাঁচাবাদাম’ গানটি গেয়ে শোনান তিনি। মুখ্যমন্ত্রীকে নিয়েও গান বানিয়েছেন এই বাদাম বিক্রেতা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুড়ি খেতে ভালোবাসেন। আর তাকে নিয়েই ভুবন বাদ্যকর লিখেছেন, ‘দেশজুড়ে নাম দিদির, দেশজুড়ে নাম।’
একসময় ভারতের ঝাড়খণ্ড, বর্ধমান, ভীরভূমে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন ভুবন। গানের সুরে বিক্রি করতেন কাঁচাবাদাম। কিন্তু তার গাওয়া গান ভাইরাল হওয়ার পর এখন সেটি প্রায় বন্ধ। তাকে দেখলেই গান শোনানোর বায়না ধরে সবাই।
তার ভাষ্য, ‘বাদাম আর বিক্রি করা হবে না বলে মনে হচ্ছে। গানের দিকেই মন দেব। গান লিখব। বাদাম কী করে বিক্রি করব? ভাইরাল হওয়ার পর থেকে বাদাম বিক্রি বন্ধ হয়ে গেছে। এখন আর বাদাম বিক্রি হবে না। লোকজনকে গান শোনাতে শোনাতে সময় কেটে যায়। ইউটিউবাররা আসছে সেখান থেকে কিছু রোজগার হচ্ছে।’ সূত্র: জি নিউজ
সোনালীনিউজ/এমএএইচ