শ্রীলেখার প্রতি রাগ নেই: প্রসেনজিৎ

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৪:১৪ পিএম

ঢাকা : টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বুম্বাদা নামে পরিচিত জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই বুম্বাদার বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন শ্রীলেখা মিত্র। নিজের ইউটিউব চ্যানেলে একাধিক অভিযোগের সঙ্গে শ্রীলেখা বলেছিলেন— বুম্বাদাই সেই সময় ইন্ডাস্ট্রি চালাতেন, তার যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি নায়িকার চরিত্র পাননি।

শ্রীলেখার অভিযোগ নিয়ে সেই সময় মুখ খুলতে চাননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এবার তিনি মুখ খুললেন। সম্প্রতি জি২৪ ঘণ্টাকে দেওয়া সাক্ষাৎকারে নানান বিষয়ে কথা বলেছেন প্রসেনজিৎ। সেখানে উঠে এসেছে শ্রীলেখার অভিযোগের প্রসঙ্গও।

তিনি বলেন, 'শ্রীলেখার আমার বিরুদ্ধে অভিযোগটা বোধহয় অভিমান!' বলেন, ‘ও অসম্ভব ভালো অভিনেত্রী, ওকে রেসপেক্ট করি, ও সেটি জানে। ও আমায় রেসপেক্ট করে, এটি হয়তো কোনো অভিমান থেকে বলেছে। আমার ওর প্রতি কোনো রাগ, দুঃখ নেই, ও শক্তিশালী অভিনেত্রী।’

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, ‘১৪ বছর যখন ঋতু আর আমি একসঙ্গে কাজ করিনি, তখন রচনা আমার সঙ্গে ৩৫টা ছবি করেছে। অর্পিতাও সুপারহিট ছবি দিয়েছে, পরে ও অবশ্য নিজের সিদ্ধান্তেই সরে যায়। এ ছাড়া ইন্দ্রানী হালদার আমার সঙ্গে ২৫টা ছবি করেছে। তারও আগে শতাব্দী-আমিও হিট জুটি ছিল। আমার জীবনে কলকাতা বোম্বে মিলিয়ে প্রায় ১০০ জন নায়িকা রয়েছেন।’

সোনালীনিউজ/এমটিআই