কোনো কিছু পাওয়ার আশায় কাজ করি না: সুনেরাহ

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০১:০৫ পিএম

ঢাকা : আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। যেখানে রোবটিকস ইঞ্জিনিয়ার প্রিয়মের চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। এটি তার দ্বিতীয় সিনেমা আর প্রত্যাশাও অনেক বেশি। সিনেমা এবং সাম্প্রতিক ভাইরাল ইস্যু নিয়ে কথা বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী।

তার ভাষায়, ‘অন্তর্জাল’ ছবির মধ্য দিয়ে ফুল কমার্শিয়াল ছবিতে যাত্রা হচ্ছে তার। চরিত্রটির জন্য অনেক পরিশ্রম করেছেন, সাধ্যমতো চেষ্টা করেছেন সঠিকভাবে সেটি ফুটিয়ে তোলার।

[200651]

সুনেরাহ বলেন, ‘সিনেমাটিতে অভিনয় করে অনেক কিছুই শিখেছি। আমি কখনো কোনো কিছু পাওয়ার আশায় কাজ করি না। তবে চেষ্টা করে যাই। আশা করছি ‘অন্তর্জাল’ দর্শকরা ভালোভাবে গ্রহণ করবে।’

সাম্প্রতিক ইস্যু নিয়ে তিনি জানান, তাকে নিয়ে এভাবে চর্চা হোক চাননি। বন্ধুমহলে দুষ্টুমির ছলে করা ভিডিও এভাবে প্রকাশ্যে আসবে তা কোনোদিন কল্পনাতেও ছিলনা তার।

[200641]

তাকে নিয়ে যে বিষয়ে চর্চা হচ্ছে তা তিনি ডিজার্ভ করেন না জানিয়ে সুনেরাহ বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে না, সিনেমা নিয়ে আলোচনা সমালোচনা করুন। এ প্রসঙ্গ নিয়ে আগেই বক্তব্য ক্লিয়ার করেছি। নতুন করে কিছু বলতে চাই না। আমি কাজকে ভালোবাসি। কাজ নিয়ে ব্যস্ত থাকি, পড়াশুনা করি। এর বাইরে সময় পেলে সিনেমা দেখি আর ঘুমাই।’

[200582]

তিনি আরও বলেন, ‘যাদের কমনসেন্স আছে, তারা আমাকে দোষ দিয়ে কথা বলবে না। আমি কিছুই করিনি। আমি আগে যে সুনেরাহ ছিলাম, এখন আর তা নেই। আমি ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সবার কাছে ‘সরি’।’

সোনালীনিউজ/এমটিআই