ঢাকা: দেশে সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় স্থান করে নিয়েছে শাকিব খান অভিনীতি ‘প্রিয়তমা’ চলচ্চিত্রটি। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছবিটি মুক্তির পর এ পর্যন্ত প্রায় ৩৭ কোটি টাকা উপার্জন করেছে।
সিনেমার এই দারুণ সাফল্যে ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফকে একটি গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান।
[205392]
এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন হিমেল নিজেই। গাড়ি উপহার পেয়ে শো-রুমের একটি ছবি পোস্ট করে এই নির্মাতা লিখেছেন, ‘ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া। প্রিয়তমার সাফল্যের জন্য এই ব্র্যান্ড নিউ গাড়িটি উপহারের জন্য।’
হিমেলের সেই পোস্টে ভক্ত-অনুরাগীরাও নির্মাতা ও প্রয়োজকের এমন ভালো সম্পর্কের বেশ প্রশংসা করেছেন। তাদের কাছ থেকে আগামীতে আরও ভালো কিছু ছবির প্রত্যাশা করেছেন।
[205382]
বাংলাদেশের বাইরে এখনও বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিয়তমা’। সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশে ভালো ব্যবসা করেছে।
গত ৫ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ৬টি স্টেটে চলছে ‘প্রিয়তমা’। এরপর ১৮ আগস্ট থেকে ইংল্যান্ড, আয়ারল্যান্ডের ১৩টি স্ক্রিনে চলছে শাকিব খানের সিনেমা। সব মিলিয়েই দারুণ ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছে এটি।
সোনালীনিউজ/আইএ