সানী সানোয়ারের নতুন সিনেমা, নাম ভূমিকায় লাক্সের পূজা

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ০৩:৫৯ পিএম

ঢাকা : ‘মিশন এক্সটিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার  পর নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সানী সানোয়ার। পুলিশি অ্যাকশন থ্রিলারের পর এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন নারীকেন্দ্রীক গল্পের সিনেমা, যেটির নাম ‘এশা মার্ডার’।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন লাক্স তারকা পূজা ক্রুজ। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ও একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পূজা ছাড়াও আরেকটি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে।

জানা গেছে, সিনেমাটি নির্মিত হবে হত্যাকাণ্ড রহস্য নিয়ে। খুব শিগগিরই এটির শুটিং শুরু হবে।

পরিচালক সানী সানোয়ারের সঙ্গে যোগাযোগ করলে দেশ রূপান্তরকে তিনি বলেন, এখন আপাতত কিছু বলতে পারছি না। আজকে সন্ধ্যায় আমরা সবাইকে প্রেস রিলিজ পাঠাব।

[211696]

সিনেমাটি প্রযোজনা করছে ক্রপ ক্রিয়েশনস। এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্তসহ একঝাঁক তারকা।

এমটিআই