বিয়ের পরদিনই হাসপাতালে পরমব্রতর স্ত্রী

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩, ০৬:৪৭ পিএম
সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত বিয়ে করেছেন সোমবার (২৭ নভেম্বর)। এদিকে খবর রটছে বিয়ের পরের দিনই প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্ত্রী পিয়া। 

বিয়ে হয়েছে মাত্র ২৪ ঘণ্টা পার হয়েছে। এর মধ্যেই পরমব্রত ও পিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের খবর চারিদিকে আলোচনা হচ্ছে। অনেকেই দম্পতিকে একসঙ্গে দেখতেও চেয়েছিলেন। তবে তারই মাঝে আচমকা এসেছে এমন খবর। ফলে দুশ্চিন্তায় পরেছেন পরমব্রতর ভক্তরা।

[212124]

জানা গেছে, কিডনিতে স্টোন ধরা পড়েছে পিয়ার। এমনকী বিয়ের আগের দিনও এমন যন্ত্রণা তাকে সমস্যায় ফেলেছিল। বিয়ের পরদিন সেই যন্ত্রণা আরও তীব্র আকার ধারণ করে। ফলে চিকিৎসার জন্য পিয়াকে তড়িঘড়ি হাসপাতালে নেয়া হয়। সূত্র বলছে, অস্ত্রোপচার করা হয়ে পিয়ার। তবে সেটা কবে তা জানা যায়নি।

ওয়াইএ